ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

৬ দিন পর বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম শুরু

৬ দিন পর বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম শুরু

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪ | ২১:৫৮

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছয় দিন বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন নিশ্চিত করে বলেছেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ৯-১৪ অক্টোবর পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করেন ভারতীয় ব্যবসায়ীরা।

বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে এই বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়। তবে বন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও দু-একদিন সময় লাগবে।

আরও পড়ুন

×