গ্যাস সিলিন্ডারের গুদামে আগুন, পুড়ল ৬ প্রতিষ্ঠান

আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান। ছবি: সমকাল
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪ | ২১:৪৪
নান্দাইল উপজেলায় এলপি গ্যাস সিলিন্ডার রাখার গুদাম, সিলিন্ডার বিক্রির দোকানসহ ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌর শহরের চারিআনিপাড়া মহল্লায় এ অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশেই প্রয়াত উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম ভূঁইয়ার বাড়ি। বাড়ির পূর্ব পাশে ‘বাপ্পি ট্রেড্রার্স’ নামে এলপি গ্যাস বিক্রির একটি দোকান এবং পাশেই রয়েছে গ্যাস সিলিন্ডার রাখার গুদাম। এসবের আশপাশেই রয়েছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা। মঙ্গলবার সেই বাপ্পি ট্রেডার্সেই আগুন লাগে। আগুন কোথা থেকে কীভাবে লাগল, সে বিষয়ে স্থানীয়রা কোনো ধারণা দিতে না পারলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন মনে করছেন, সিলিন্ডারের ছিদ্র দিয়ে গ্যাস বের হওয়ায় আগুনের সূত্রপাত। এ সময় সিলিন্ডারের চারটি গুদাম, পাশের দুটি ভাঙারি মালের দোকান, গ্যাস সিলিন্ডার পরিবহনের একটি পিকআপ ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে।
বাপ্পি ট্রেডার্সের মালিক আনোয়ারুল হক বাপ্পির ভাষ্য, মঙ্গলবার গুদাম থেকে সিলিন্ডার সরবরাহ করার জন্য পিকআপে ওঠানো হচ্ছিল। পিকআপ চালু করার পরপরই একটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। পিকআপের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অগ্নিকাণ্ডে তাঁর প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, খবর পেয়েই তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সচেষ্ট হন। তাদের দ্রুত তৎপরতার কারণেই আশপাশের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহমেদ বলেন, ‘খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকর্মীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। ওই ব্যবসায়ীর ৪০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে শুনেছি।’
- বিষয় :
- নান্দাইল
- সিলিন্ডার বিস্ফোরণ