পল্লী বিদ্যুতের ১০ কর্মকর্তাকে চাকরিচ্যুত, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ছবি: সংগৃহীত
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪ | ১৩:৪৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ | ২১:২৬
পল্লী বিদ্যুৎ সমিতির কয়েকটি জেলার ১০ কর্মকর্তাকে চাকরিচ্যুত করার প্রতিবাদে সংশ্লিষ্ট জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আমজাদ হোসেন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন- ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর সহকারী ম্যানেজার মো. সালাহ উদ্দিন, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ম্যানেজার মনির হেসেন, মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি ম্যানেজার মো. রাহাত, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর সহকারী ম্যানেজার আব্দুল হাকিম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ এর সিনিয়র সহকারী ম্যানেজার মো. জাকির হোসেন, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ওয়্যারিং পরিদর্শক সালাম জাবেদ, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির ম্যানেজার মো. হুমায়ুন কবীর, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ম্যানেজার রাজন কুমার দাস, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি ম্যানেজার মো. আসাদুজ্জামান ভূইয়া ও কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ডেপুটি ম্যানেজার দিপক কুমার সিংহ।
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী দেশের ৮০ ভাগ অঞ্চলের প্রায় ১৪ কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈতশাসন ৪৭ বছর ধরে চলমান। তাদের শোষণ, বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির জন্য আরইবি-পবিস একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং সব অনিয়মিত ও চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের ২ দফা দাবি তোলা হয়। বিদ্যুৎ সচিবসহ প্রধান উপদেষ্টা তাদের দাবি যৌক্তিক বললেও তা বাস্তবায়ন হয়নি। উল্টো ১০ কর্মকর্তাকে বহিষ্কার ও একজনকে আইসিটি আইনে গ্রেপ্তার করা হয়েছে।
নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতির ম্যানেজার আমজাদ হোসেন সমকালকে বলেন, আরইবির লোকজনের কেনা পল্লী বিদ্যুৎ সমিতির জন্য নির্মাণসামগ্রী থেকে শুরু করে সব মালামাল খুবই নিম্নমানের। এসব কারণে ভূতুড়ে বিল আসে। এর দায় আসে আমাদের ওপর। এর প্রতিবাদ করায় আমাদের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। চাকরি থেকে বহিষ্কার করা ১০ কর্মকর্তার সব মামলা বাতিল করে সসম্মানে চাকরিতে পুনর্বহালসহ আমাদের যৌক্তিক সব দাবি না মানলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।