বগুড়ায় সমকাল সুহৃদের উদ্যোগ
দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন

ছবি: সমকাল
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪ | ২১:৫৬
বগুড়ার প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র ১০ জনের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও নতুন লেন্স স্থাপন কর্মসূচির আয়োজন করেছে সমকাল সুহৃদ সমাবেশ বগুড়া জেলা শাখা। শুক্রবার বিকেলে শহরের ঠনঠনিয়া শামসুন্নাহার ক্লিনিকে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ও আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. পল্লব কুমার সেন।
সমকাল সুহৃদ সমাবেশ বগুড়া জেলা শাখার সভাপতি আবু মোত্তালিব মানিক ও সাধারণ সম্পাদক আসলাম হোসেন বলেন, সুহৃদ সমাবেশ সমকালের পাঠক সংগঠন হলেও সারা বছর তারা নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। তারই অংশ হিসেবে সম্প্রতি সংগঠনের সদস্যদের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দৃষ্টিশক্তি হারাতে বসা প্রায় ২৫ হতদরিদ্র মানুষের চোখের ছানি অপারেশনসহ নতুন লেন্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।
প্রথম ধাপে শুক্রবার বগুড়ার প্রত্যন্ত অঞ্চলের ১০ জনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আরও ১৫ জনকে আগামী ১০ দিনের মধ্যে অস্ত্রোপচার ও চিকিৎসাসেবা দেওয়া হবে।
ডা. পল্লব কুমার সেন জানান, নিজেদের পেশাগত জীবনের ব্যস্ততার ফাঁকে মানবিক এই কর্মকাণ্ডগুলোই তাঁকে সতেজ ও প্রাণচঞ্চল রাখে।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সমকালের উত্তরাঞ্চল প্রতিনিধি লিমন বাসার, বগুড়ার ভারপ্রাপ্ত ব্যুরোপ্রধান এস এম কাওসার, সমকাল সহৃদ সমাবেশ বগুড়া জেলা কমিটির সহসভাপতি সাজিয়া আফরিন সোমা, মশিউর রহমান জুয়েল, শেখর রায় ও সিরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সঞ্জু রায়, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবু হাসান, অর্থবিষয়ক সম্পাদক চন্দন কুমার গুপ্ত, প্রচার ও প্রকশনা সম্পাদক রিগান হোসেন, নির্বাহী সদস্য মাসুদ রানা, আসমান, মাস্টার জিলাল, রাহাত হাসান প্রমুখ।
- বিষয় :
- সমকাল সুহৃদ সমাবেশ
- বগুড়া
- চোখ