ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চট্টগ্রামে সাবেক প্যানেল মেয়রের নকল সিগারেটের গুদাম সিলগালা

চট্টগ্রামে সাবেক প্যানেল মেয়রের নকল সিগারেটের গুদাম সিলগালা

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪ | ০০:২১

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর এবং তাঁর ভাই আবদুল মান্নানের মালিকানাধীন নকল সিগারেটের গুদামে অভিযান চালিয়ে সিলগালা করেছে কাস্টমস গোয়েন্দা, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সমন্বিত একটি দল। সিগারেট খাতে অনিয়ম দূর করতে এনবিআর গঠিত কমিটি গত বৃহস্পতি ও শুক্রবার নগরের হালিশহর থানার নয়াবাজার, আমতল ও ধোপাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তিনটি নকল সিগারেট তৈরির কাঁচামালের গুদামে অভিযান চালানো হয়। 

আজ শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিস্তারিত জানানো হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আয়শা সিদ্দিকার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গুদাম তিনটি সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর আবদুস সবুর ও তাঁর ভাই আবদুল মান্নানের। দুটি গুদাম সিলগালা করা হয়েছে। অন্য গুদামের জব্দ করা পণ্য কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের কাস্টমস গুদামে জমা দেওয়া হয়। নকল সিগারেট উৎপাদনের লক্ষ্যে এসব উপকরণ মজুতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

জানা গেছে, বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো লিমিটেড নামে আবদুস সবুরের সিগারেট তৈরির কারখানা রয়েছে। এটির এমডি তাঁর ভাই আবদুল মান্নান। এ ছাড়া তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো নামেও একটি প্রতিষ্ঠান চালান। বিভিন্ন সময় সবুরের বিরুদ্ধে সিগারেটের নকল ব্যান্ডরোল আমদানি ও নকল সিগারেট তৈরির অভিযোগ উঠেছিল। আবদুস সবুর লিটন দু’বারের নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর। ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জয়ের পর সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরীর পরিষদের প্রথম প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেন তিনি। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সবুর আত্মগোপনে রয়েছেন। 

আরও পড়ুন

×