ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চট্টগ্রামে ধর্মঘটে ট্রেইলার-মুভার শ্রমিকরা

চট্টগ্রামে ধর্মঘটে ট্রেইলার-মুভার শ্রমিকরা

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪ | ২২:০২ | আপডেট: ২১ অক্টোবর ২০২৪ | ২২:২০

বিভিন্ন দাবিতে চট্টগ্রামে ধর্মঘট শুরু করেছেন কন্টেইনার পরিবহনকারী প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকরা। সোমবার সকাল থেকে চালক-শ্রমিকরা এই ধর্মঘট শুরু করেন। চাকরির নিয়োগপত্র দেওয়া, ছবিসহ পরিচয়পত্র, সরকার ঘোষিত মজুরি প্রদানসহ বিভিন্ন দাবিতে এ ধর্মঘট ডাকে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়ন। 

এদিকে শ্রমিকদের ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী কন্টেইনার আনা-নেওয়ার কাজ কার্যত বন্ধ হয়ে গেছে। ট্রেইলার ও প্রাইম মুভার চলাচল না করায় কনটেইনার ডিপোগুলো থেকে রপ্তানিপণ্য ভর্তি কন্টেইনার বন্দরে জাহাজীকরণের জন্য নেওয়া যাচ্ছে না। এছাড়া আমদানি কন্টেইনারও ডিপোতে নেওয়া বন্ধ রয়েছে।

শ্রমিক ইউনিয়ন সভাপতি সেলিম খান বলেন, প্রাইম মুভার মালিকদের কাছে চাকরি নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র দেওয়াসহ দীর্ঘদিন বিভিন্ন দাবি জানিয়ে আসছি আমরা। তারা এসব দাবির প্রতি কর্ণপাত না করায় আমরা ধর্মঘট শুরু করেছি। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।

ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশনের মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, ধর্মঘটের কারণে রপ্তানি পণ্যের কন্টেইনার বন্দরে পাঠানো যাচ্ছে না। এসব পণ্য সঠিক সময়ে জাহাজীকরণ না হলে রপ্তানিকারকদের অতিরিক্ত মাশুল গুনতে হবে। আমদানি পণ্যের কন্টেইনারও বন্দর থেকে ডিপোতে আসছে না। এতে ডিপোগুলোতে কনটেইনার জট হবার আশঙ্কা দেখা দিয়েছে। 

আরও পড়ুন

×