বোমাসদৃশ বস্তু ও কাফনের কাপড়সহ চিরকুটে হত্যার হুমকি

ছবি: সমকাল
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪ | ১৭:৫৭
মেহেরপুরের গাংনীতে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে দুটি বোমাসদৃশ বস্তু, কাফনের কাপড় ও হত্যার হুমকি দিয়ে লেখা চিরকুট উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
উপজেলার রায়পুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামে সুমন আলী সমর (৩২) নামে এক ব্যক্তির রান্নাঘরের সামনে থেকে এসব উদ্ধার করা হয়। সুমন কড়ুইগাছি গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও রায়পুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।
ভুক্তভোগী সুমন আলী সমর জানান, প্রায় দুই মাস তিনি গ্রামের বাইরে ছিলেন। ১০ দিন আগে বাড়ি এসেছেন। রাতের বেলা কে বা কারা এগুলো রেখে গেছে তা জানেন না। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি রাইপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হওয়ায় রাজনৈতিক কারণে এটা ঘটতে পারে বলে ধারণা করছেন।
চিরকুটে চাঁদা দাবি করে লেখা হয়েছে, ‘বাঁচতে চাইলে এক সপ্তাহের মধ্যে গ্রাম ছেড়ে চলে যা। আর দোকান খুলতে চাইলে দুই লক্ষ টাকা দিবি। তা না হলে দোকানে বোম মেরে উড়িয়ে দেব। হয় টাকা দিবি নয়তো দোকান বন্ধ করে চলে যাবি। কথা না শুনলে তোর জন্য এই উপহার। ইতি তোর জম।’
গাংনী থানা পুলিশের এলাঙ্গী ক্যাম্পের ইনচার্জ এস আই রেজাউল হক এই তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুমন আলী সমরের রান্নাঘরের সামনে থেকে লাল টেপ দিয়ে জড়ানো দুটি বোমাসদৃশ বস্তু, কাফনের কাপড়, একটি চিরকুট, একটি সাবান, আগরবাতি, গোলাপজল উদ্ধার করেন। তবে কে বা কারা এসব রেখে গেছে তা জানা যায়নি। এ ঘটনা তদন্তে পুলিশ মাঠে রয়েছে। দলীয় কোন্দল ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ এ কাজ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।
- বিষয় :
- মেহেরপুর
- বোমাসদৃশ বস্তু
- চিরকুট
- হত্যার হুমকি