পিপিকে প্রতিহতের ঘোষণা দিলেন বিএনপিপন্থিরা

সিলেটে পাবলিক প্রসিকিউটর এটিএম ফয়েজের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্দন সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪ | ২৩:৩৩
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এ টি এম ফয়েজের নিয়োগ প্রত্যাখ্যান করে সমাবেশ ও বিক্ষোভ করেছে বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের সামনে ফোরামের সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করেন। ওই সময় পিপিকে প্রতিহত করার ঘোষণা দেন তারা।
মহানগর বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও ফোরামের সাধারণ সম্পাদক বদরুল আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফোরামের সদস্য হাসান আহমদ পাটওয়ারী রিপন, মোমিনুল ইসলাম, সাঈদ আহমদ, আবদুল ফাত্তাহ তুহেল, এজাজ উদ্দিন, আনছারুজ্জামান, মোস্তাক আহমদ প্রমুখ।
আইনজীবীরা বলেন, পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগপ্রাপ্ত এ টি এম ফয়েজ শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে তাঁর ভূমিকা ছিল রহস্যজনক। যুক্তরাষ্ট্রে অবস্থানকারী এ আইনজীবী ৫ আগস্টের পর দেশে ফিরে পিপি হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেন।
এর আগে পিপি হিসেবে নিয়োগ পাওয়ার পর রোববার জেলা ও দায়রা জজ আদালতে এ টি এম ফয়েজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেরে বিশেষ পিপি মুজিবুর রহমান মুজিব যোগদান করেছেন।
- বিষয় :
- নিয়োগ বাতিল