ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

লিবিয়ায় মানবপাচার: মাদারীপুরে গ্রেফতার জুলহাস কারাগারে

লিবিয়ায় মানবপাচার: মাদারীপুরে গ্রেফতার জুলহাস কারাগারে

জুলহাস সরদার

মাদারীপুর প্র‌তি‌নি‌ধি

প্রকাশ: ০৯ জুন ২০২০ | ১০:২১ | আপডেট: ০৯ জুন ২০২০ | ১০:৪২

লিবিয়ায় গুলিতে মাদারীপুরের ১১ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় মানবপাচারকারী চক্রের সদস্য অভিযোগে গ্রেফতার জুলহাস সরদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইদুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে জুলহাস সরদার (৩৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালের আইসোলেশনে ছিলেন। মঙ্গলবার দুপুরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

মাদারীপুরের রাজৈর থানার অফিসার ইনচার্জ মো. শওকত জাহান জানান, গত ২৮ মে লিবিয়ার মিজদাহ এলাকায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে মানবপাচারকারীরা। এরমধ্যে ১১ জনের বাড়ি মাদারীপুরের বিভিন্ন এলাকায়। এ ঘটনায় রাজৈরের বিদ্যানন্দী গ্রামের নিহত মানিক হাওলাদারের বাবা শাহ আলম হাওলাদার বাদী হয়ে জুলহাস সরদারসহ ৪ জনের নাম উল্লেখ করে রাজৈর থানায় মামলা করেন। মামলার আগেই সত্যবতী গ্রামের আবদুল মজিদ সরদারের ছেলে জুলহাস সরদার করোনা আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। পরে মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে ছেড়ে দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে জুলহাসের বিরুদ্ধে নিহতের স্বজনরা ৪টি মামলা দায়ের করেছেন। মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

×