ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নিখোঁজের ৩ দিন পর জঙ্গলে মিলল আ’লীগ নেতার মরদেহ

নিখোঁজের ৩ দিন পর জঙ্গলে মিলল আ’লীগ নেতার মরদেহ

আবু তাহের ভূঁইয়া। ছবি: সংগৃহীত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪ | ২০:১০

মিরসরাইয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর আবু তাহের ভূঁইয়া নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার সকালে মিরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

আবু তাহের (৫২) ওই এলাকার মৃত মজিবুল হকের ছেলে। তিনি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য ছিলেন। 

আবু তাহেরের ভাতিজা মেহেদী হাছানের ভাষ্যমতে, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তাঁর চাচা নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার পর  তাঁর মোবাইল ফোনও বন্ধ ছিল। শুক্রবার সকালে স্থানীয় শিশুরা বাড়ির পাশে জঙ্গলে তাঁর মরদেহ দেখতে পেয়ে তাদের বাড়িতে জানায়। তারা বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এক ব্যক্তি তাঁর চাচাকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছিল।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×