ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কুতুবদিয়ায় মা-মেয়েকে গলা কেটে হত্যা

কুতুবদিয়ায় মা-মেয়েকে গলা কেটে হত্যা

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪ | ২০:২৯

কক্সবাজারের কুতুবদিয়ায় মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর কুতুবদিয়ার শান্তিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন– ওই এলাকার নুর আক্তার সওদাগরের স্ত্রী রুনা আক্তার (৩৫) ও মেয়ে জারিয়া আক্তার (৬)। 

তবে কারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এ বিষয়ে কিছু জানতে পারেনি পুলিশ ও স্বজনরা। 

স্বজনের বরাত দিয়ে কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন জানান, শুক্রবার দুপুরে গৃহকর্তা স্থানীয় মসজিদে জুমার নামাজ পড়তে যান। বাড়ি ফিরে তিনি কারও কোনো সাড়াশব্দ না পেয়ে রান্না ঘরে খোঁজ নিতে যান। এ সময় রান্না ঘরের মেঝেতে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। 

ওসি বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশের একটি দল মরদেহ দুটি উদ্ধার করে। তাদের গলায় অস্ত্রের আঘাত রয়েছে। 

পুলিশের ধারণা, জুমার নামাজের সময় কেউ বাড়ি না থাকার সুযোগে দুর্বৃত্তরা মা ও মেয়েকে হত্যা করে পালিয়ে গেছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে বলে জানান ওসি। স্থানীয়রা জানান, নুর আক্তার একজন মুদি দোকানি। নগদ টাকা লুট করতেই এ হত্যাকাণ্ড হতে পারে।

আরও পড়ুন

×