ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কুয়াকাটায় সিসাদূষণ বন্ধের আহ্বান

কুয়াকাটায় সিসাদূষণ বন্ধের আহ্বান

কুয়াকাটা সমুদ্রসৈকতের জিরো পয়েন্টে শনিবার মানববন্ধন করে এলাকাবাসী- সমকাল

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪ | ২২:৫৪

সিসাদূষণ বন্ধের আহ্বান জানিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার আন্তর্জাতিক সিসাদূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে যৌথভাবে এর আয়োজন করে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর-আর্থ বাংলাদেশ।
এদিন বেলা ১১টায় কুয়াকাটা প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে মানববন্ধনে মিলিত হন। কর্মসূচির অংশ হিসেবে এলাকাবাসী ও পর্যটকদের মাঝেও লিফলেট বিতরণ করা হয়। 
মানববন্ধনে ইয়ুথনেট গ্লোবালের জেলা সমন্বয়ক মো. জাহিদুল ইসলাম বলেন, তারা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করছেন। পাশাপাশি পাঁচটি দাবি তুলে ধরেন তিনি। এগুলো হলো– ভোগ্যপণ্য ও নিত্য ব্যবহৃত পণ্যে সিসার মিশ্রণ বন্ধ, পণ্যের নিরাপদ মানদণ্ড ও কঠোর মনিটরিং নিশ্চিত, দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অনিরাপদ সিসা-এসিড ব্যাটারি কারখানা বন্ধ বা রূপান্তর করে নিরাপদ রিসাইক্লিং ব্যবস্থা গড়ে তোলা, অবৈধ সিসা-ব্যাটারি কারখানার 
কারণে দূষিত এলাকাগুলো চিহ্নিত করে মনিটরিং ব্যবস্থা চালু ও দূষিত অঞ্চল পরিষ্কার করা এবং সিসাদূষণ প্রতিরোধে বিদ্যমান আইন পর্যালোচনা, নতুন আইন প্রণয়ন ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা করা।
কর্মসূচিতে অংশ নেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু, কুয়াকাটা 
তরুণ ক্লাবের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ প্রমুখ।

আরও পড়ুন

×