ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জাকির-নাসিরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

জাকির-নাসিরসহ ৪  জনের বিরুদ্ধে মামলা

জুবায়ের জাকির , গোলাম নাসির

 ফরিদপুর অফিস 

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪ | ০০:২৮

ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের ৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইউনিয়নের সাবেক সভাপতি জুবায়ের জাকির ও সাধারণ সম্পাদক গোলাম নাসির এবং ভাঙ্গা উপজেলা কমিটির সাবেক সহসভাপতি আবুল কালাম মাতুব্বর ও সাধারণ সম্পাদক ফাইজুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। 
ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হক তারা গত শুক্রবার রাতে ভাঙ্গা থানায় এই মামলা করেন। ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ে নির্মাণে ২০২০ সালে ভাঙ্গার হাশামদিয়া মৌজার ৪৭২ নম্বর দাগের ভিটা ও দোকান শ্রেণির ১১ শতাংশ জমি (এলএ কেস নং ১২/১৭-১৮) অধিগ্রহণ করে সরকার। মামলার এজাহারে বলা হয়, ওই জমি অধিগ্রহণ ও জমিতে থাকা অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ৯২ লাখ ৪৯ হাজার টাকার চেক প্রদান করে সরকার। চেকটি লেখা হয় ফরিদপুর মোটর শ্রমিক ইউনিয়নের তৎকালীন সভাপতি জুবায়ের জাকির ও সাধারণ সম্পাদক গোলাম নাসির এবং ভাঙ্গা উপজেলা কমিটির তৎকালীন সহসভাপতি আবুল কালাম মাতুব্বর ও সাধারণ সম্পাদক ফাইজুর রহমানের অনুকূলে। সোনালী ব্যাংকের ভাঙ্গা শাখায় মোটর শ্রমিক ইউনিয়নের হিসাবে সেই চেক জমা হয়। কিন্তু ২০২১ সালের ১৯ জুলাই ওই হিসাব থেকে দুটি চেকে ৮৭ লাখ টাকা তুলে নেন অভিযুক্তরা। মোটর ওয়ার্কার্স ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী ব্যাংক হিসাব পরিচালনায় সংগঠনের কোষাধ্যক্ষ যুক্ত থাকার কথা থাকলেও অভিযুক্তরা ওই টাকা আত্মসাতে কোষাধ্যক্ষকে বাদ দিয়ে হিসাব পরিচালনা করেন। 
অভিযুক্তদের মধ্যে গোলাম নাসির শ্রমিক লীগের জেলা কমিটির সভাপতি, জুবায়ের জাকির শ্রমিক লীগের সহসভাপতি, ফাইজুর রহমান ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এবং আবুল কালাম মাতুব্বর উপজেলা আওয়ামী লীগের সদস্য। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তারা আত্মগোপনে রয়েছেন। চেষ্টা করেও মামলার বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান মোটর ওয়ার্কার্স ইউনিয়নের নেতা জাকির-নাসিরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়েরের কথা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে  আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
 

আরও পড়ুন

×