ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চট্টগ্রাম বন্দর 

ফের ধর্মঘটে ট্রেইলারমুভার শ্রমিকরা, পণ্য পরিবহন বন্ধ     

ফের ধর্মঘটে ট্রেইলারমুভার শ্রমিকরা, পণ্য পরিবহন বন্ধ     

আমদানি-রপ্তানির কনটেইনার পরিবহন কার্যক্রম বন্ধ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪ | ২০:৩৯

নিয়োগপত্র প্রদান ও কর্মঘণ্টা নির্ধারণসহ চার দফা দাবি না মানায় এক সপ্তাহের ব্যবধানে আবারও ধর্মঘট শুরু করেছেন চট্টগ্রাম বন্দরের প্রাইম মুভার ও ট্রেইলার (কন্টেইনার পরিবহন) শ্রমিকরা। গত মঙ্গলবার মধ্যরাত থেকে এ ধর্মঘট শুরু করেন তারা। এতে আমদানি-রপ্তানির কনটেইনার পরিবহন কার্যক্রম বন্ধ রয়েছে।

ট্রেইলার ও প্রাইম মুভার চলাচল না করায় কনটেইনার ডিপো থেকে রপ্তানি পণ্যভর্তি কন্টেইনার বন্দরে জাহাজীকরণের জন্য নেওয়া যাচ্ছে না। এছাড়া আমদানি কন্টেইনারও ডিপোতে নেওয়া বন্ধ রয়েছে।

চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান বলেন, যৌক্তিক দাবি আদায় করতে এক সপ্তাহ আগে ধর্মঘট করেছিলাম। মালিকপক্ষ বিভিন্ন সময় দাবি মানার আশ্বাস দিলেও তারা শেষ মিটিংয়ে আইনি জটিলতার কথা বলে নিয়োগপত্র দিতে অনীহা দেখান। তাই আমরা আবার কর্মবিরতি শুরু করেছি। 

শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান বলেন, প্রাইম মুভার মালিকদের কাছে আমরা চাকরির নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্রসহ দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি জানিয়ে আসছি। দাবি না মানায় আবারও ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি। 

ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, ধর্মঘটের কারণে রপ্তানি পণ্যের কন্টেইনার বন্দরে পাঠানো যাচ্ছে না। পণ্য সঠিক সময়ে জাহাজীকরণ না হলে রপ্তানিকারকদের অতিরিক্ত মাশুল গুনতে হবে। এতে ডিপোগুলোতে কনটেইনার জট হবার আশঙ্কা দেখা দিয়েছে। ২১টি কনটেইনার ডিপো থেকে প্রতিদিন গড়ে ১৮০০ থেকে দুই হাজারের মতো রপ্তানি  কনটেইনার বন্দরে জাহাজীকরণের জন্য নেওয়া হয়। 

আরও পড়ুন

×