ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফরিদপুরে ‘জনতার বাজারে’ সবজির দাম অর্ধেক

ফরিদপুরে ‘জনতার বাজারে’ সবজির দাম অর্ধেক

ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪ | ১৯:৩৫

তিন হাত ঘুরে আলু, পেঁয়াজ, শাকসবজির দাম হয়ে যায় দ্বিগুণ। দেশব্যাপী এই সিন্ডিকেট সরকার এখনও ভাঙতে না পারলেও ফরিদপুরের তরুণরা নিজেরাই কৃষকের কাছ থেকে পণ্য এনে তুলে দিচ্ছেন ভোক্তার হাতে। আর ব্যতিক্রমী এই উদ্যোগের ফলে অনেক সবজি মিলছে অর্ধেক টাকায়।

উদ্যোক্তারা জানান, তাদের সংগঠন কনজিউমারস ভয়েস বাংলাদেশ-এর উদ্যোগে প্রথম পর্যায়ে সপ্তাহে দুই দিন শনিবারও বুধবার ফরিদপুর শহরের ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন স্প্রিং হিল হাসপাতালের পাশে তাদের কর্নারে এই সবজি বিক্রি করবে। সকাল দশটা থেকে দুপুর ২টা পর্যন্ত পাওয়া যাবে সব ধরনের কাঁচাবাজার। পরবর্তীতে সপ্তাহের প্রতিদিনই এই উদ্যোগ চালু রাখার চেষ্টা করবে বলে আশ্বাস দেন তারা।

কি করে এত কম দামে সবজি তারা বিক্রি করছেন এমন প্রশ্নের জবাবে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান ও শরিফ খান জানান, তাদের স্বেচ্ছাসেবীরা একটি পিকআপ ভ্যান করে শহরের আশপাশের গ্রাম থেকে কৃষকের ক্ষেতের সদ্য তোলা সবজি ভোরবেলা গিয়ে তুলে নিয়ে আসছেন। যেমন- একটি লাউ কৃষক বিক্রি করছেন ত্রিশ টাকায়, জনতার বাজারে বিক্রি হচ্ছে চল্লিশ টাকায়। মাঝখানের এই টাকায় তাদের পরিবহন খরচ উঠে যাচ্ছে। আর যারা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন স্টলে তাদের নাস্তার টাকাও দেওয়া যাচ্ছে।

একজন ক্রেতা ও ফরিদপুর শহরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের ছাত্রী শারমিন আক্তার বলেন, আমরা ১ হাজার টাকা দিয়ে পাঁচ ছয়টা আইটেম কিনতে পারি, আর এই টাকায় জনতার বাজার থেকে দশটি আইটেম আমরা কিনতে পারছি। আমরা যারা হোস্টেল বা মেসে থাকি তাদের জন্য এটা একটা বিরাট সাশ্রয়।

ফরিদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ সুলতান মাহমুদ হীরক বলেন, জনতার বাজার যদি ৮০ টাকার বেগুন ৫০ টাকায় বিক্রি করতে পারে তাহলে বুঝতে হবে বাজারে এখনও মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভাঙা যায়নি। এদের দৌরাত্ম কমাতে প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি।

ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বাবর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ যত বেশি নেওয়া হবে ততই মধ্যস্বত্তভোগীদের ওপর থেকে মানুষের আস্থা কমবে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের ওপর চাপ বাড়বে। আর চাপ না দিলে এই সিন্ডিকেট কখনোই ভাঙা যাবে না।

আরও পড়ুন

×