এক নলা বন্দুকের সঙ্গে সেলফি ছিল মোবাইলে, পুলিশের সন্দেহে ধরা তরুণ

ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪ | ১৬:৫৭
চট্টগ্রামে এক নলা বন্দুকের সঙ্গে মোবাইলে সেলফি তুলেছিলেন এক তরুণ। সেই সেলফির ছবি সংরক্ষিত ছিল মোবাইলে। পুলিশের নিয়মিত তল্লাশি চলাকালে মোবাইল লুকানোর চেষ্টা করেন ওই তরুণ। এতে সন্দেহ হয় পুলিশের। মোবাইল তল্লাশি চালিয়ে অস্ত্র হাতে তার সেলফি পায় পুলিশ। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তরুণের নাম রায়হান ফেরদৌস মোরশেদ (২৪)। তিনি সাতকানিয়া থানার সাইরতলী দ্বীপের কুল গ্রামের আবদুল গণির ছেলে। ঢাকায় কাপড়ের ব্যবসা রয়েছে তার। রোববার মধ্যরাতে তাকে নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানা পুলিশ জানায়, নগরের শাহ আমানত সেতু এলাকায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এসময় রায়হান ফেরদৌস মোরশেদের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করে পুলিশ। তার পকেটে একটি কার্তুজ পাওয়া যায়। এসময় তিনি তার মোবাইল ফোনটি লুকানোর চেষ্টা করলে পুলিশের আরও সন্দেহ হয়। মোবাইলে তল্লাশি চালিয়ে অস্ত্র হাতে তার সেলফি পায় পুলিশ। অস্ত্রটি কার তা নিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে এটি তার বলে স্বীকার করে রায়হান। অস্ত্রটি তার বাড়িতে আছে বলেও জানায়। রাতে সাতকানিয়ায় তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন সমকালকে বলেন, ‘নিয়মিত তল্লাশি চলাকালে তার পকেটে অব্যবহৃত কার্তুজ পাওয়া যায়। একপর্যায়ে তার সম্মতি নিয়ে মোবাইল চেক করা হলে মোবাইলে অস্ত্র হাতে তার সেলফির ছবি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে অস্ত্রটি তার বলে স্বীকার করে। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে এক নলা একটি অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।’
- বিষয় :
- চট্টগ্রাম
- অস্ত্র জব্দ
- পুলিশ
- সেলফি