খুলনার আলোচিত পুলিশ কর্মকর্তা কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

পুলিশ কর্মকর্তা এস এম কামরুজ্জামান- সংগৃহীত ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪ | ১৭:৩৬
খুলনা সদর থানার সাবেক ওসি, বর্তমান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বোম্ব স্কোয়াডের অতিরিক্ত উপ-কমিশনার এস এম কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদক খুলনার সহকারী পরিচালক রকিবুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় কামরুজ্জামানের বিরুদ্ধে সম্পদ বিবরণীতে ১৯ লাখ ৬০ হাজার টাকার তথ্য গোপন এবং ১ কোটি ২ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
জানা যায়, আওয়ামী লীগের প্রথম মেয়াদ থেকেই খুলনায় সমালোচিত পুলিশ কর্মকর্তা ছিলেন এস এম কামরুজ্জামান। ২০১২ সালের ২১ এপ্রিল ছাত্রদল নেতা মাহমুদুল হাসান টিটোকে থানার ভেতরে ঝুঁলিয়ে পেটানোর ঘটনায় প্রথম আলোচনায় আসেন তিনি। গত ১৫ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের হামলা, নির্যাতন, মাদক বিক্রেতাদের সঙ্গে সখ্যতাসহ অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে।
আরও জানা যায়, কামরুজ্জামান নিজেকে পরিচয় দিতেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আবদুল খালেকের ভাগ্নে হিসেবে। সরকারের আস্থাভাজন হওয়ায় তার বিরুদ্ধে কখনও ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তাকে দুই দফা পদোন্নতি দিয়ে অতিরিক্ত উপ-কমিশনার করা হয়। গত ১৫ বছরের বেশিরভাগ সময়ই তিনি খুলনাতেই দায়িত্ব পালন করেন।
গত ১৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রদল নেতা টিটো।
দুদকের মামলার এজাহারে অভিযোগ করা হয়, দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে কামরুজ্জামান ২ কোটি ৯০ লাখ ২১ হাজার ৮৪৬ টাকার সম্পদ প্রদর্শন করেন। কিন্তু অনুসন্ধানকালে তার ৩ কোটি ৯ লাখ ৮১ হাজার ৮৪৬ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ পাওয়া যায়। তিনি সম্পদ বিবরণীতে ১৯ লাখ ৬০ হাজার টাকার তথ্য গোপন এবং ১ কোটি ২ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
- বিষয় :
- খুলনা
- দুদক
- মামলা
- পুলিশ কর্মকর্তা