ঝালকাঠিতে মন্দিরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রতীকী ছবি
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪ | ২২:০০
ঝালকাঠির কাঁঠালিয়ার একটি মন্দিরে হামলার ঘটনায় দায়ের মামলার প্রধান আসামি মঞ্জুরুল সিকদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সাতানী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঞ্জুরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঞ্জুরুল একই ইউনিয়নের মঞ্জুরুল সিকদার (৫০) পশ্চিম ছিটকি গ্রামের বাসিন্দা। গত ৫ আগস্ট রাতে পশ্চিম ছিটকি গ্রামের সাতানী বাজারের উত্তরপাড় শ্রী শ্রী সার্বজনীন দুর্গামন্দিরে দুর্বৃত্তরা হামলা করে। এ সময় ভাঙচুর চালিয়ে তারা নানা জিনিসপত্র চুরি করে।
এ ঘটনায় স্থানীয় রমণীমোহন কির্তুনিয়া বাদী হয়ে মঞ্জুরুল সিকদার, তার স্ত্রী রিপা সিকদার ও ছেলে মাহিম সিকদারকে আসামি করে কাঁঠালিয়া থানায় মামলা করেন। এসআই প্রকাশ চন্দ্রের নেতৃত্বে পুলিশ রোববার মঞ্জুরুলকে গ্রেপ্তার করে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেন লা বলেন, দুর্গামন্দিরে ভাঙচুর ও চুরির মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।