ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

পিস্তলসহ উপজেলা বিএনপির সা. সম্পাদক গ্রেপ্তার

পিস্তলসহ উপজেলা বিএনপির সা. সম্পাদক গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। ছবি: সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪ | ১৪:৩৬ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ | ১৪:৪৭

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তিনি মির্জাগঞ্জের আব্দুল মোতালেব ফরাজীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সুবিদখালী এলাকায় জাহাঙ্গীর ফরাজীর বাড়ির পৃথক দুটি কক্ষে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ সময় যুক্তরাষ্ট্রের তৈরি ৭ পয়েন্ট ৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মির্জাগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত পিস্তল ও গোলাবারুদ আমেরিকায় তৈরি। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রটি কীভাবে ব্যবহার করা হয়েছিল, তা নির্ধারণের জন্য তদন্ত চলছে এবং সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং বেআইনি অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×