ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গাছের চারা হাতে দেশপ্রেমের শপথ নিল ২০০ শিক্ষার্থী

গাছের চারা হাতে  দেশপ্রেমের শপথ  নিল ২০০ শিক্ষার্থী

দাউদকান্দি উপজেলার পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাছের চারা হাতে শিক্ষার্থীরা সমকাল

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪ | ০০:২৭

দাউদকান্দি উপজেলায় গাছের চারা হাতে দেশপ্রেমের শপথ নিয়েছে ২০০ শিক্ষার্থী। 
গতকাল বৃহস্পতিবার পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে জমানো টিফিনের টাকায় গাছের চারা কিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
লাল সবুজ উন্নয়ন সংঘ দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি ডা. সফিকুল ইসলামের সভাপতিত্বে গাছের চারা বিতরণে উপস্থিত ছিলেন গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, গৌরিপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপররিদর্শক মো. মোজাম্মেল, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, নিসচা দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নারায়ণ বণিক, লাল সবুজ উন্নয়ন সংঘ দেবিদ্বার শাখার সহসাংগঠনিক সম্পাদক আনিস আয়ান, সদস্য আতিকুর রহমান প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনটির সব সদস্য শিক্ষার্থী। তারা এক দিনের টিফিনের জমানো টাকায় গাছের চারা কিনে সারাদেশে বিতরণ করছেন। দেশের বিভিন্ন জেলায় গাছের চারা বিতরণ কর্মসূচি চলমান। আগামী ২০ দিন রাজশাহী ও রংপুর বিভাগে গাছের চারা বিতরণ করা হবে। ৩০ নভেম্বর শেষ হবে এ কর্মসূচি।
 

আরও পড়ুন

×