ঝিনাইদহে যুবককে পিটিয়ে ও ব্লেড দিয়ে জখম

ছবি: সমকাল
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪ | ০২:৩২
ঝিনাইদহ শহরের কালিকাপুর এলাকায় সোহাগ মণ্ডল (২৫) নামের এক যুবককে পিটিয়ে ও ব্লেড দিয়ে কেটে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মোজাম্মেল হকের ছেলে।
সোহাগের মা সখিনা বেগম বলেন, আমার ছেলের সঙ্গে পাশের বাড়ির একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। তারা প্রায়ই কথা বলতো। বৃহস্পতিবার রাতে ওই মেয়ে আমাদের বলে সোহাগ তাকে বিরক্ত করে। বিরক্ত করা বন্ধ না হলে তাকে দেখে নেওয়া হবে। এরপর রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে বেরিয়ে পার্শ্ববর্তী বটতলায় যায় সোহাগ। পরে সে বাড়ি ফিরে না আসায় রাত সাড়ে ১০টার দিকে বাড়ির বাইরে খুঁজতে বের হচ্ছিলাম। সেসময় গেট খুলতেই দেখা যায় মুখ বাধা অবস্থায় সোহাগ পড়ে আছে। ওই মেয়ের কেউ অথবা অন্যরা শত্রুতা করে আমার ছেলেকে পিটিয়ে ও ব্লেড দিয়ে শরীরের অধিকাংশ স্থানে জখম করে সেখানে ফেলে রেখে যায়।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার বিশ্বাস সমকালকে বলেন, সোহাগের শরীরে পেটানোর এবং ব্লেডের ক্ষতের অনেক চিহ্ন রয়েছে। তার শারীরিক অবস্থা আশংকাজনক।