শ্বশুরবাড়িতে তরুণীর ঝুলন্ত লাশ ঘিরে রহস্য, হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ বাবার

প্রতীকী ছবি
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪ | ২২:৩৫
চট্টগ্রামের সাতকানিয়ায় রেশমা সুলতানা রিফা (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর হত্যার অভিযোগ করেছেন তার স্বজনরা। শনিবার সকালে উপজেলার আমিলাইশ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম ডলু এলাকার শ্বশুরবাড়ি থেকে রিফার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তার শ্বশুর, শাশুড়ি ও ননদকে আটক করেছে।
একই উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহমানের মেয়ে রেশমা সুলতানা রিফা। তার স্বামী মো. মহিউদ্দিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইপ্রবাসী। এ দম্পতির দুই বছর বয়সী এক ছেলে আছে। স্বজনরা জানিয়েছেন, রিফা অন্তঃসত্ত্বা ছিলেন।
আব্দুর রহমানের ভাষ্য, ‘আমি সকালেও মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছি। সে কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না।’ শাশুড়ি ও শ্বশুরবাড়ির অন্য সদস্যরা তাকে নির্যাতনের পর হত্যা করে। পরে গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানে ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে আমিলাইশ ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মামুন বলেন, ‘শুনেছি ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। তবে কারণ সঠিকভাবে বলতে পারছি না।’ তিনি বলেন, শ্বশুর-শাশুড়ি মিলে ওই গৃহবধূকে হত্যা করেছেন বলে বাবা অভিযোগ করেছেন। স্থানীয়ভাবে ও প্রশাসনের সহযোগিতায় এ ঘটনার রহস্য বের করার চেষ্টা করবেন।
এ ঘটনায় পুলিশি হেফাজতে থাকা রিফার শ্বশুর সাহেব মিয়া, শাশুড়ি রোকেয়া বেগম ও ননদ শাহনাজ বেগমের বক্তব্য পাওয়া যায়নি। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবেই ধারণা করছেন। তবে সঠিক তদন্তের মাধ্যমে রহস্য উন্মোচনের আশা করছেন। জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুরবাড়ির তিনজনকে আটক করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে পাঠিয়েছেন।