মুনতাহা হত্যা
মার্জিয়াসহ চার আসামি ৫ দিনের রিমান্ডে

শিশু মুনতাহা হত্যা মামলার আসামিরা।: সংগৃহীত।
সিলেট ব্যুরো
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪ | ১৮:২৯
সিলেটে আলোচিত শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যা মামলায় সাবেক গৃহ শিক্ষিকা মার্জিয়া ও তার মাসহ চার আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক কাজী মো. আবু জাহের বাদল তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা কানাইঘাট থানার এসআই শামসুল আরেফিন জিহাদ ভূঁইয়া তাদের সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, আজকালের মধ্যে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- মুনতাহার প্রতিবেশী কানাইঘাট উপজেলা সদরের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের মৃত ময়না মিয়ার স্ত্রী আলিফজান বিবি ও তার মা মেয়ে সাবেক গৃহ শিক্ষিকা শামিমা বেগম মার্জিয়া, প্রতিবেশী মামুনুর রশিদের স্ত্রী নাজমা বেগম ও সৈয়দুর রহমানের ছেলে ইসলাম উদ্দিন। এদের মধ্যে শনিবার মার্জিয়া ও রোববার অপর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কানাইঘাটের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে স্থানীয় মাদ্রাসার নার্সারির শিক্ষার্থী মুনতাহার লাশ রোববার ভোররাতে তার ঘরের পাশের পানি নিষ্কাশনের নালা থেকে উদ্ধার করে পুলিশ। গত ৩ নভেম্বর নিখোঁজ হয় সে। নিখোঁজের ঘটনায় প্রথমে তার পিতা থানায় সাধারণ ডায়রি ও পরে শনিবার অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন।
বিরোধের জের ধরে মার্জিয়া অন্য আসামিদের সহায়তায় মুনতাহাকে শ্বাসরোধ ও গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। নিখোঁজের পরেই তাকে হত্যা করে লাশ বস্তাবন্দী করে মার্জিয়ার ঘর সংলগ্ন নালায় কাঁদার মধ্যে লুকিয়ে রাখে।
শনিবার মার্জিয়াকে আটকের পর ভীত হয়ে পড়ে তার মা। এ অবস্থায় রোববার ভোররাতে লাশ নালা থেকে স্থানান্তর করে পুকুরে ফেলার প্রস্তুতিকালে স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী তা দেখে ফেলেন। পরে পুলিশ মার্জিয়ার মাসহ অপর তিনজনকে গ্রেপ্তার করে।
বাদী পক্ষের আইনজীবী মো. আব্দুল খালিক জানিয়েছেন, আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চার আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চাওয়া হয়। আদালত সন্তুষ্ট হয়ে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
- বিষয় :
- রিমান্ড মঞ্জুর
- রিমান্ড
- সিলেট