ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

‘স্বৈরাচারের দোসরদের উপদেষ্টার পদ থেকে অপসারণ চাই’

মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বসির উদ্দিন

‘স্বৈরাচারের দোসরদের উপদেষ্টার পদ থেকে অপসারণ চাই’

সোমবার নগরের জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ শিক্ষার্থীরা। ছবি: মো. রাশেদ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪ | ২০:২৫

সদ্য শপথ নেওয়া দুইজন উপদেষ্টাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তাদের অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার নগরের জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। অন্তর্বর্তী সরকারে আওয়ামী লীগের মদদপুষ্ট উপদেষ্টাদের অপসারণের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ, চট্টগ্রাম জেলার সমন্বয়ক জুবায়ের আহমেদ মানিক, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের এজিএম বাপ্পী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আহমেদ সাইফ, মির্জা, আফরোজা, সাইফুর রুদ্র, আরমান শাহরিয়ার সৌরভসহ আরও কয়েকজন বক্তব্য রাখেন।

সমাবেশে রাসেল আহমেদ বলেন, মুজিববাদের যারা মুরিদ এবং আওয়ামী লীগকে যারা ধর্ম ও শেখ মুজিবকে যারা দেবতা মনে করে তাদের বলতে চাই, এ ফ্যাসিবাদের মূর্তপ্রতীক শেখ মুজিবুর রহমান ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশে নির্যাতন ও নিষ্পেষণ চালিয়েছে। আপনারা যদি কেউ তাকে আর বাংলাদেশে ধর্ম কিংবা দেবতা বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তাদের আমরা দমন করবো। আমরা কোনোভাবে মুজিববাদকে এ বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা হতে দেব না। এ মুজিববাদ কেউ যদি বাংলাদেশে কোনোভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আমরা ঐক্যবদ্ধ হয়ে সেটা রুখে দেব।

তিনি বলেন, আপনারা কোনোভাবে স্বৈরাচারের দালালদের উপদেষ্টামণ্ডলীতে জায়গা দিতে পারেন না। শহিদের রক্তের সঙ্গে তারা বেঈমানি করছে বলে আমরা মনে করছি। আমরা কোনোভাবে এ ফ্যাসিস্টদের দালালদের উপদেষ্টামণ্ডলীতে চাই না।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বিপ্লবী প্রশাসন গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সমন্বয়ক এজিএম বাপ্পী বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার সরকার। জুলাই বিপ্লবের মতাদর্শের বাইরে কাউকেই এ সরকারে আনা যাবে না। এ ফারুকী শাহবাগী। সে আওয়ামী লীগের দোসর। শেখ বসির ছাত্র হত্যার আসামি। আমরা জানতে চাই, কীভাবে এ সরকারের প্যানেল ঠিক হয়। কোথা থেকে আসে অন্তর্বর্তী সরকারের প্যানেল। আমরা এনজিও মার্কা সরকার চাই না। আমরা বিপ্লবী সরকার চাই।

আরও পড়ুন

×