ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দুই সন্তানের মুখে বিষ ঢেলে খেলেন নিজেও

দুই সন্তানের মুখে বিষ ঢেলে খেলেন নিজেও

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া 

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪ | ১৯:২৮ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ | ১৯:৩৮

ব্রাহ্মণবাড়িয়ায় দুই সন্তানকে বিষপান করিয়ে নিজেও ‌‘আত্মহত্যা’ করেছেন এক মা। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। বুধবার বেলা ১১টার দিকে শহরতলীর ঘাটুরা সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষপানে যারা মারা গেছেন তারা হলেন, ওই গ্রামের আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২৪), তার দুই মেয়ে রওজা (৫) ও নওরিন (৩) । আশরাফ মিয়া বাংলাদেশ গ্যাসফিল্ডস কোম্পানির একজন কর্মচারী।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল বলেন, ‘হাসপাতালের জরুরি বিভাগে বিষপান করা এক নারীকে আনা হয়েছিল। তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর দুই শিশু কন্যাকে আনা হয়। তাদের পরীক্ষা নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। কিছুক্ষণ পর তাদের মায়েরও মৃত্যু হয়।’ 

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত কর্মচারীরা জানান, স্ত্রী ও দুই শিশুকে নিয়ে আশরাফ হাসপাতালে আসেন। তার সঙ্গে থাকা স্বজনরা জানিয়েছেন, স্ত্রী তার দুই সন্তানকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তারা বলতে পারেননি। তিনজনের মৃত্যুর নিশ্চিত হওয়ার পর স্বামীসহ তার স্বজনরা হাসপাতাল থেকে পালিয়ে যান। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, প্রাথমিকভাবে তাদের বিষপানে মৃত্যুর বিষয়টি জানা গেছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

তিনি জানান, সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি। মা এবং দুই শিশুর মৃত্যুর পর স্বামী ও স্বজনরা তাদের মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেছেন। 

আরও পড়ুন

×