ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাস পূর্ণিমায় দুবলার চরে পুণ্যার্থীদের ঢল

রাস পূর্ণিমায় দুবলার চরে পুণ্যার্থীদের ঢল

বঙ্গোপসাগরের দুবলার চরে রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নান

মোংলা প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪ | ১৯:২০

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলার চরের আলোর কোলে চলছে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নান। তিনদিন ব্যাপী এ উৎসবে অংশ নিতে বৃহস্পতিবার থেকে সনাতন ধর্মাবলম্বী পুন্যার্থী ও তীর্থ যাত্রীদের ঢল নামে।  শুক্রবার সারাদিন পুণ্যস্নানের পাশাপাশি কৃঞ্চের মন্দিরে সারা রাত চলে নানা পূজা অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ শনিবার ভোরের জোয়ারে সমুদ্রের নোনা জলে স্নানের মধ্যে দিয়ে শেষ হবে এবারের রাস উৎসব। 

সরেজমিন দেখা যায়, সুন্দরবন উপকূলসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার নারী-পুরুষ--শিশু সমবেত হয়েছেন আলোর কোলে। পুণ্যস্নানের মাধ্যমে পাপ মোচনের উদ্দেশ্যে নৌকা-ট্রলারসহ বিভিন্ন নৌযানে  আসছেন আরও অনেকে। রাস পূজার মন্দিরের পাশেই বসেছে গ্রামীণ মেলা। সেখানে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা। 

এদিকে রাস পূজা ও পুণ্যস্নানকে কেন্দ্র করে পুরো সুন্দরবন উপকূল জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন জানান, কোস্টগার্ডসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এ ছাড়া তীর্থ যাত্রী ও দর্শনার্থীর নিরাপত্তায় কোস্টগার্ড পশ্চিম জোনের জাহাজ, মেডিকেল টিম ও ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে। 

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, প্রতি বছর রাসমেলায় হাজার হাজার মানুষ সমবেত হওয়ার সুযোগে কিছু চোরাশিকারি হরিণ নিধনে নামে। এজন্য ২০২২ সাল থেকে রাসমেলায় হিন্দু সম্প্রদায় ছাড়া অন্যদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। হরিণসহ অন্য বন্যপ্রাণী শিকার বন্ধে তারা টহল জোরদার করেছেন।
 

আরও পড়ুন

×