সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ভাই গ্রেপ্তার

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের চাচাতো ভাই মোয়াজ্জেম হোসেন মাসুম। ছবি: সমকাল
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪ | ২১:১১
কুড়িগ্রামের রৌমারীতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের চাচাতো ভাই মোয়াজ্জেম হোসেন মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ।
তিনি বলেন, মোয়াজ্জেম হোসেন মাসুমের নামে একটি চাঁদাবাজি মামলা হয়েছে। এই মামলাতেই শুক্রবার সাড়ে ৭টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, শনিবার সকালে তাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে।