ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

গাজীপুরে বেতনের দাবিতে সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে বেতনের দাবিতে সড়ক অবরোধ, তীব্র যানজট

যানবাহন আটকে রেখে অবরোধ করছেন শ্রমিকরা- সমকাল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪ | ১৪:৫২ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ | ১৪:৫২

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। শনিবার সকাল থেকে বেক্সিমকো ইন্ড্রাস্টিয়াল পার্কের শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রেখেছেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। উভয় দিকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুর মহানগরের সারোবো এলাকায় বেক্সিমকো ইড্রাস্টিয়াল পার্কে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বৈষ্যমবিরোধী ছাত্র-জনতার অভ্যুথানের পর গত কয়েক মাস ধরে শ্রমিকরা প্রতি মাসেই আন্দোলন করে বেতন আদায় করছেন। চলতি মাসেও আশপাশের প্রায় সব কারখানার বেতন ভাতা পরিশোধ করা হলেও ১৬ তারিখ পর্যন্ত বেক্সিমকোর শ্রমিকরা বেতন পায়নি। ফলে বেতনের দাবিতে শনিবর সকাল সাড়ে আটটা থেকে কয়েক হাজার শ্রমিক কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কারখানা থেকে কিছু সামনে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতেই ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শিল্প পুলিশ আরও জানায়, এ কারখানার শ্রমিকদের প্রতিমাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে তাদের বেতন দেওয়া হতো। কিন্তু মালিকদের কেউ না থাকায় এখন বেতন ঠিকমতো পাচ্ছেন না। যার কারণে তারা গত বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করেন। শ্রমিকদের অবরোধে চন্দ্রা-নবীনগর সড়কের উভয়দিকে ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। অনেকে বিকল্প পথে যাওয়ার চেস্টা করছেন।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, ঘটনারস্থলে শিল্প পুলিশ ও সোনাবাহিনীর সদস্যরা রয়েছেন। তারা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন।

আরও পড়ুন

×