ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আ.লীগ সরকারের উন্নয়নের পক্ষে ভিডিও শেয়ার, যুবককে ছুরিকাঘাত

আ.লীগ সরকারের উন্নয়নের পক্ষে ভিডিও শেয়ার, যুবককে ছুরিকাঘাত

আহত দেলোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪ | ১৭:০৪ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ | ১৭:৪২

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের পক্ষে ফেসবুকে ভিডিও শেয়ার দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এক যুবক। বাড়ির সামনে থেকে তুলে নিয়ে তার বুক, উরু ও পায়ের গোড়ালিতে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। ছুরি দিয়ে তার ঘাড়ের রগ কেটে গেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার  দক্ষিণ চরতি এলাকায় এ ঘটনা ঘটে।  

হামলার শিকার ওই যুবকের নাম মো. দেলোয়ার হোসেন (৩৯)। তিনি চরতি এলাকার মৃত আহমদ হোসেনের ছেলে।

হামলা শেষে দুর্বৃত্তরা চলে গেলে স্থানীয়রা দেলোয়ারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। আজ মঙ্গলবার ভোরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর ট্রিটমেন্ট নামে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন বলে পরিবারের পক্ষে থেকে জানানো হয়েছে।

আহত দেলোয়ার হোসেনের বড় ছেলে মো. সাইমন বলেন, ‘বাবা কয়েকদিন আগে ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে একটি ভিডিও শেয়ার দেন। এরপর দুর্বৃত্তরা মোবাইলে ফোনে কল করে বাবাকে হুমকি-ধামকি ও খুনের হুমকি দেয়। সোমবার রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন বাবা। এ সময় মুখোশ পরা ১০-১২ জন বাবার বুকসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে। পরে তারা বাবাকে অটোরিকশায় করে দক্ষিণ চরতির পার্শ্ববর্তী আমিলাইশ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝের মসজিদ এলাকায় নিয়ে যায়। মৃত ভেবে সড়কে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পর স্থানীয়রা বাবাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ভর্তি করেন। মঙ্গলবার ভোরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল ট্রিটমেন্ট এ আইসিইউতে ভর্তি করা হয়েছে।’

সাইমন জানান, তার বাবার বুকে চারটি, উরু ও পায়ের গোড়ালিতে ১০-১২টি ছুরিকাঘাত এবং ঘাড়ের রগ কাটা ও চোখ নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বর্তমানে তার বাবা আইসিউতে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন। চিকিৎসকরা বলছেন, তার বাবা বাঁচবেন কি না তা এখনও নিশ্চিত নয়।

সাইমন আরও জানান, তিনি নগরীর কালুরঘাট এলাকার একটি কাপড়ের দোকানে চাকরি করেন। তার বাবা মৌসুমী ফল ব্যবসায়ী এবং আওয়ামী লীগের একজন সমর্থক। তারা তিন ভাই ও এক বোন।

সমকালের হাতে আসা ফেসবুক ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে দেখা যায়, ‘আমি দেখেছি, প্রধানমন্ত্রীর হাসিনা যতটুকু এখানে উন্নয়ন করেছে, এই পৃথিবীতে মনে হয় না তা কেউ করতে পেরেছে। আমি দুটি বিয়ে করেছি। আরও একটি বিয়ে করে সন্তান নেব। যেন সে শুধু আওয়ামী লীগ শব্দটা বলে, নারী ও পুরুষ যাই হোক। আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর আমাদের যে হয়রানি করা হয়েছে তা জীবনভর মনে থাকবে। আমাদের নেতা ইনশাআল্লাহ চলে আসছে, ঢুকে গেছে। আপনারা নেতা-কেতা যেগুলো সাতকানিয়া আছেন, তারা প্রস্তুত হয়ে যান, ঠিক আছে? আমাদের নেত্রী ইনশাআল্লাহ আসবেই, আসবে। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যা করছে সেগুলো মনে আছে, মনে রেখে দেব। যাক, আমরা তাদের দোয়া করি।’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান বলেন, কয়েকদিন আগে দেলোয়ার হোসেন ফেসবুকে একটি ভিডিও শেয়ার দেন। ভিডিও শেয়ার দেওয়াকে কেন্দ্র করে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×