গোবিন্দগঞ্জে সাবেক সেনা কর্মকর্তাকে অপহরণের অভিযোগ

প্রতীকী ছবি
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪ | ১৯:২৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হেলাল উদ্দিন আকন্দ নামে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। হেলাল উদ্দিন আকন্দ (৫৪) উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর (সৈনিক পাড়া) গ্রামের মো. মফিজ উদ্দিন আকন্দের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদের সামনে থেকে তাকে অপহরণ করা হয়।
এ ঘটনায় মমিন মিয়া (৪০) ও মেহেদুল ইসলামসহ (৩৫) সহ সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩ থেকে ৪ জনকে আসামী করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা গোবিন্দগঞ্জ পৌরশহরের কুঠিবাড়ী ঈদগাহ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করেন। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হেলাল উদ্দিন আকন্দ সেই অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তিনি মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে উপজেলা মডেল মসজিদের সামনে পৌঁছুলে পূর্ব-পরিকল্পিতভাবে যোগসাজশে মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা সিএনজিযোগে হেলাল উদ্দিনকে অপহরণ করে। এরপর তাকে পৌরসভাধীন রাজমতি মার্কেটের উত্তর পাশে এক আসামির বাসায় নিয়া ঘরে আটকে রেখে ৭ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাকে এলোপাতাড়িভাবে বেধড়ক মারধর করে। একপর্যায়ে হেলাল উদ্দিনকে দিয়ে তার স্ত্রী জেসমিন আক্তারের কাছে ফোনে সাত লক্ষ টাকা চাঁদা দাবি করে। এতে চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা প্রাণনাশের ভয়-ভীতি দেখিয়ে একশত টাকা মূল্যের তিনটি নন-জুডিশিয়াল সাদা স্ট্যাম্পে স্বাক্ষর ও টিপসই নেয়।
এ সময় পরিবারের লোকজন উক্ত ঘটনাটি থানা পুলিশকে অবহিত করলে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ অভিযান পরিচালনা করে ভাগদড়িয়া এলাকা হতে হেলাল উদ্দিন ও তার মোটরসাইকেলটি উদ্ধার করে। এ সময় আসামিগণ দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ ৩-৪ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দেন হেলাল উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, অপহৃত হেলাল উদ্দিনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে থানায় অভিযোগ দিয়েছেন হেলাল উদ্দিন। স্ট্যাম্প উদ্ধারসহ আসামি গ্রেপ্তারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত আছে।
- বিষয় :
- অপহরণ
- সেনা কর্মকর্তা