ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আমবাগানে পড়ে ছিল শ্রমিকের গলাকাটা মরদেহ

আমবাগানে পড়ে ছিল শ্রমিকের গলাকাটা মরদেহ

নিহত আনিসুর রহমান- সংগৃহীত ছবি

রাজশাহী ব্যুরো ও বাঘা প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪ | ১৬:১০ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ | ১৬:২৯

রাজশাহীর বাঘায় আনিসুর রহমান নামের এক শ্রমিককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে মনিগ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বজলু মাস্টারের আমবাগানে ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

নিহত আনিসুর রহমান মুনিগ্রাম ইউনিয়নের তুলসীপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

নিহতের চাচাতো ভাই হাফিজুর রহমান ও তার স্ত্রী পারভিন জানান, শুক্রবার বিকালে মনিগ্রাম বাজারে যান আনিসুর। পরে বাড়িতে না ফেরায় রাতে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেয় পরিবারের লোকজন। পরের দিন শনিবার জানা যায়, ওই আমবাগানে আনিসুরের গলা কাটা মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে।

বাঘা থানার ওসি আবু সিদ্দিক বলেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিতকরণের তদন্ত করা হচ্ছে। সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×