ময়নাতদন্ত ছাড়াই নেওয়া হলো তিন শিক্ষার্থীর মরদেহ

প্রতীকী ছবি
ফূলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪ | ২৩:৫৮
গাজীপুরের শ্রীপুরে বনভোজনে যাওয়ার পথে বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর মরদেহ হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
নিহত শিক্ষার্থীরা হলেন- জোবায়ের আলম, মুবতাছিন রহমান ও মীর মোজাম্মেল।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে নিহত ব্যক্তিদের পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশের কাছে আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বার্ষিক বনভোজন ছিল। গাজীপুরের শ্রীপুরে জৈনাবাজারের একটি রিসোর্টে যাওয়ার পথে উদয়খালী এলাকায় দ্বিতল একটি বাস বিদ্যুতায়িত হয়। রিসোর্ট থেকে আধা কিলোমিটার দূরে সকালে দুঘটনা ঘটে। বাসের দরজার দিকে থাকা তিনজন বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
নিহত তিন শিক্ষার্থী হলেন- ফেনীর মাস্টারপাড়া এলাকার মোতাহার হোসেনের ছেলে মীর মোজাম্মেল (২৩), রাজশাহীর রাজপাড়া ডিঙ্গাবো এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জোবায়ের আলম (২২) ও রংপুর সদর উপজেলার ইমতিয়াজুর রহমানের ছেলে মুবতাছিন রহমান (২২)। তাঁরা সবাই মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
আহত ঢাকার মিরপুরের কাজীপাড়া এলাকার কাবিদুল ইসলাম (২২) ও ঢাকার কামরাঙ্গীরচর এলাকার নাফিজ আলম খান (২২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও তাঁদের আহছানিয়া মিশন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাঈনউদ্দিন খান বলেন, হাসপাতালে মৃত অবস্থায় আনা তিন শিক্ষার্থীর লাশ মর্গে রাখা হয়েছিল। পরে লাশগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের কাছে নিহতের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার অনুমতি চাইলে সম্মতি মেলায় তাঁরা সন্ধ্যা ছয়টার দিকে লাশগুলো হস্তান্তর করেন।
- বিষয় :
- ময়মনসিংহ
- বনভোজন
- বিদ্যুৎস্পৃষ্ট
- নিহত
- মরদেহ হস্তান্তর