ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নর্থ বেঙ্গল সুগার মিলের পরিচালককে হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নর্থ বেঙ্গল সুগার মিলের পরিচালককে হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নর্থ বেঙ্গল সুগার মিল- ফাইল ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪ | ১৭:৩৯ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ | ১৮:০৪

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আইয়ুব আলীর বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আইয়ুব আলী গেপালপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে আহবায়ক কমিটির সদস্য।

মিল সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে আইয়ুব আলী নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে গিয়ে চিনিকলে লোকবল নিয়োগ নিয়ে কথা বলছিলেন। একপর্যায়ে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্ল্যাকে প্রাণনাশের হুমকি দেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী চিনিকলের নিরাপত্তা বিভাগের জুনিয়র অফিসার মাহফুজার রহমান শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ দেন। এতে তিনি উল্লেখ করেন, আইয়ুব আলীর সুপারিশে সুগার মিলে লোক না নিয়ে কীভাবে তিনি থাকেন, তা দেখে নেবেন বলে জানান। একর্পায়ে তিনি ব্যবস্থাপনা পরিচালককে প্রাণনাশেরও হুমকি দেন। এতে প্রতিষ্ঠানের ক্ষতির আশংকা প্রকাশ করা হয়েছে।

নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে আইয়ুব আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। হত্যার হুমকি দিইনি, অভিযোগ সব মিথ্যা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’

পৌর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোলাম বলেন, বিষয়টি তার জানা নেই। এ ধরনের ঘটনা দুঃখজনক। লালপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×