বিএনপি অফিস জ্বালানো ও চুরির মামলায় সাবেক মন্ত্রী এমএ মান্নানের জামিন

সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪ | ১৬:২১ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ | ১৬:৪৩
ইউনিয়ন বিএনপির অফিস জ্বালানো ও অফিসের মালামাল চুরির অভিযোগ এনে করা মামলার আসামি সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে জামিন দিয়েছেন আদালত। সোমবার জগন্নাথপুরের আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র এই আদেশ দেন।
এম এ মান্নানের পক্ষে আদালতে আইনজীবী ছিলেন- জেলা বারের জ্যেষ্ট আইনজীবী অ্যাড. আপ্তাব উদ্দিন। এছাড়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলামসহ বিপূল সংখ্যক আইনজীবী তার পক্ষে জামিন শুনানীতে অংশ নেন।
অ্যাড. নজরুল ইসলাম জানান, আদালতকে তারা বলেছেন, ঘটনার সময় এম এ মান্নান জগন্নাথপুরে ছিলেন না। তিনি বয়স্ক ও অসুস্থ মানুষ। এ ধরনের ঘটনা হলেও এম এ মান্নানের কোনো প্ররোচণা ছিল না। মামলাটি অসত্য। পরে আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ২২ নভেম্বর জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন এবং অফিসের মালামাল চুরির ঘটনায় ৪৮ জন আওয়ামী লীগ নেতাসহ মোট ৪৯ জনকে আসামি করে মামলা করেন স্থানীয় বিএনপি নেতা মো. আব্দুন নূর। মামলার বাদী জগন্নাথপুর উপজেলার মিরপুর গ্রামের তাহির উল্লাহর ছেলে ও মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।
এর আগে সুনামগঞ্জ শহরে ছাত্র জনতার আন্দোলনকালে (গত চার আগস্ট) আওয়ামী লীগ ও পুলিশের হামলার ঘটনায় ৯৯ জনকে আসামি করে মামলা হয়েছিল। ওই মামলার তিন নম্বর আসামি হিসেবে জেল খেটেছেন এমএ মান্নান। গত ১০ অক্টোবর ছাড়া পান তিনি। এর আগে গত ১৯ সেপ্টেম্বের রাতে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে।
- বিষয় :
- এম এ মান্নান
- জামিন
- সুনামগঞ্জ