ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা 

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা 

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪ | ২১:৩৯

চট্টগ্রামে এক সাধারণ শ্রমিকের নামে কোম্পানি খুলে ১২ কোটি টাকার ঋণ নেওয়ার ঘটনায় জালিয়াতি ও প্রতারণা মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জড়িয়ে পড়েছে এস আলম গ্রুপের নাম। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালতে মামলাটি দায়ের হয়। আদালত শুনানি শেষে মামলাটি সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

মামলার আসামি করা হয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ, তাঁর পিএস এস এম নজরুল ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চকবাজার শাখার অফিসার হুমায়ুন কবির ও শাহাব উদ্দিন, জুনিয়র অফিসার নজরুল ইসলাম এবং সাবেক ম্যানেজার মো. ওসমানকে।

মামলার বাদী সাধারণ শ্রমিক মজিবুর রহমান বলেন, আমি ২৫ বছর ধরে কখনও জুট মিলে, কখনও কারখানায় এবং এখন রেস্টুরেন্টে শ্রমিক-কর্মচারী হিসেবে কাজ করছি। কখনও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেই যাইনি। আমার নাম ও ওয়াসিকা আক্তার নূপুর দু’জনের নামে ‘নিলিমা নীল এগ্রো’ নামে কোম্পানি জয়েন্ট স্টকে নিবন্ধনও করেছেন। এ নামে ১২ কোটি ঋণও নিয়েছেন। আদালত থেকে যখন আমার নামে নোটিশ আসে, তখনই আমি এ জালিয়াতি ও প্রতারণার ঘটনা জানতে পেরেছি। নূপুর নামে ওই মহিলাকে আমি চিনিই না।

২০১৪ সালে ‘নিলিমা নীল এগ্রো’ নামে প্রতিষ্ঠানটি জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন নেয়। তার পর ঋণ জালিয়াতির ঘটনা ঘটে। এ ঘটনায় বাদী ব্যাংককে লিগ্যাল নোটিশ দিলেও এখন পর্যন্ত ঋণের কোনো ডুকমেন্ট সরবরাহ করা হয়নি।

আরও পড়ুন

×