মুজাহিদুল ইসলাম সেলিম
কোনো অবস্থায় যেন ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে

সোমবার ফরিদপুরে সিপিবির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মুজাহিদুল ইসলাম সেলিম। ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪ | ২২:৫২
সিপিবির সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানকে সংগঠিত করতে বামপন্থি, প্রগতিশীল ও কমিউনিস্টরা যে যার জায়গা থেকে ভূমিকা রেখেছেন; ধাপে ধাপে নিয়ে গেছেন চূড়ান্ত পরিণতিতে। শহীদদের এ আত্মত্যাগ মূল্যায়ন করে এমন ব্যবস্থা গড়তে হবে, যাতে ভবিষ্যতে কেউ আবার ক্ষমতা কুক্ষিগত করে জনগণের ওপর চেপে বসতে না পারে। কোনো অবস্থায়ই যেন আবার ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সোমবার ফরিদপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আজাদ আবুল কালামের সভাপতিত্বে নগরীর জনতা ব্যাংক মোড়ে জনসভায় আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, কেন্দ্রীয় নেতা রফিকুজ্জামান লায়েক প্রমুখ।
নিত্যপণ্যের দাম কমানোর তাগিদ দিয়ে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আওয়ামী লীগ তার সব অপকর্মের আগে ‘জয় বাংলা’ বলত, বঙ্গবন্ধুকে ব্যবহার করত। মানুষ তা দিনে দিনে বুঝতে পেরে ক্ষুব্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়েছে। কোটা আন্দোলনের ধারাবাহিকতা ছাত্র-জনতা রক্ত দিয়ে, জীবন দিয়ে হাসিনার পতন ঘটিয়েছে। জুলাই-আগস্টে না ঘটলেও এ অভ্যুত্থান ঘটতই। কারণ, সাধারণ জনগণের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল।
কমরেড সেলিম বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আওয়ামী লীগের বয়ান সঠিক নয়। সঠিক তথ্য ও ইতিহাস জাতির সামনে নিয়ে আসতে হবে। কোনো অবস্থাতেই একাত্তরের বিজয়ের বিরুদ্ধে গিয়ে নয়, বরং মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েই তার প্রকৃত বাস্তবায়নের জন্য আওয়ামী ফ্যাসিস্টদের বিকৃত করা ইতিহাস পুনরুদ্ধার করতে হবে। একাত্তরের এপ্রিলে মুজিবনগরে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রকে ভিত্তি করে আমাদের এগিয়ে যেতে হবে। সংবিধানকে বিগত শাসকরা বারবার ক্ষতবিক্ষত করেছে, সেটা সঠিক করার জন্য প্রয়োজনীয় সংশোধনী করতে হবে।
- বিষয় :
- মুজাহিদুল ইসলাম সেলিম
- সিপিবি
- ফ্যাসিবাদ
- ফরিদপুর