ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। ছবি-সমকাল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪ | ১২:২৬ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ | ১২:২৯

গাজীপুরের কালিয়াকৈরে মাহমুদ জিন্স নামক পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবরোধ করেছে। 

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর মহাসড়ক শ্রমিকরা বন্ধ করে দেয়। এতে সড়কের উভয় পাশে প্রায় ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েছেন উভয় পাশের যাত্রীরা।

নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক জানান, দুই মাসের বেতন বকেয়া রয়েছে। আজ বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু আজ বেতন দেওয়া হবে না জেনে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিতে ব্যর্থ হয়।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জুবায়ের বলেন, মাহমুদ জিন্স নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করে রেখেছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 

আরও পড়ুন

×