ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দেশের হিন্দুরা মায়ের কোলে আছেন: চরমোনাই পীর

দেশের হিন্দুরা মায়ের কোলে আছেন: চরমোনাই পীর

ওয়াজ মাহফিলে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

বরিশাল ব্যুরো 

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪ | ১৯:৪৪

‘স্বাধীনতার পর এ দেশের হিন্দুরা মায়ের কোলে আছেন। কেউ কেউ নিজেদের স্বার্থে দেশে অরাজকতা সৃষ্টিতে আপনাদের ব্যবহার করছে। আপনারা সতর্ক থাকুন।’ সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে এসব কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। 

বৃহস্পতিবার দুপুরে বরিশাল সদর উপজেলায় চরমোনাই দরবারে ৩ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনে ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। সম্মেলনে দেশের বিভিন্ন এলাকার শীর্ষ আলেম-ওলামা ছাড়াও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অংশ নেন। 
 
জাতীয় ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, ক্ষমতা ও স্বার্থের নেশায় মগ্ন হয়ে থাকলে চলবে না। দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে। কঠিন এক অবস্থা চলছে দেশে। এই মুহূর্তে জাতীয় ঐক্যের বিকল্প নেই। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, ফরায়েজী জামায়াতের আমির পীর হাফেজ মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান, গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর, হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদী, ইসলামী বক্তা হাফিজুর রহমান সিদ্দিক, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী প্রমুখ। 

শুক্রবার মাহফিলের তৃতীয় দিনে ইসলামী ছাত্র আন্দোলনের মহাসমাবেশে বক্তৃতা করবেন চরমোনাই পীর। শনিবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে।
 

আরও পড়ুন

×