ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জিয়াউর রহমানের রাজনীতিতে ফিরে গেলে নতুন দেশ গড়া সম্ভব: অমিত

জিয়াউর রহমানের রাজনীতিতে ফিরে গেলে নতুন দেশ গড়া সম্ভব: অমিত

ছবি: সমকাল

যশোর অফিস

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪ | ২৩:৪৩

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে খুব চিন্তার প্রয়োজন নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন এবং রাজনীতিতে ফিরে গেলেই নতুন বাংলাদেশ গড়া সম্ভব।

তিনি বলেন, বিএনপি রাষ্ট্র সংস্কারে যে ৩১ দফা রূপরেখা দিয়েছে কিংবা অন্তবর্তীকালীন সরকার যে রাষ্ট্র সংস্কারের কথা বলছে সেখানেও শহীদ জিয়াউর রহমানের রাজনীতি, জীবন দর্শন এবং ভাবনা  রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ইউনিয়ন কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার যশোরে জেলা কৃষক দলের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোমিনুর রহমান ও মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ূব প্রমুখ।

আরও পড়ুন

×