ছাত্র সংগ্রহে পাড়া-মহল্লায় শিশু শিক্ষার্থীরা

ফাইল ছবি
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ২২:২৪
নতুন বছর সামনে রেখে ছাত্র সংগ্রহে শিশু শিক্ষার্থীদের পাড়া-মহল্লায় পাঠাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্কুলে ক্লাস বন্ধ রেখে শিশু শিক্ষার্থীদের বিভিন্ন এলাকায় ছাত্র সংগ্রহে পাঠানোয় অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
রোববার কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কয়েকজন শিশু শিক্ষার্থীকে শহরের এম ইউ কলেজ পাড়া এলাকায় ভর্তিচ্ছু শিশুদের নাম ঠিকানা সংগ্রহের কাজে দেখা যায়। শিক্ষার্থীদের ভাষ্য, শিক্ষকদের নির্দেশে তারা পাড়া-মহল্লা ঘুরে স্কুলে ভর্তিচ্ছু শিশুদের নাম-ঠিকানা সংগ্রহ করছে।
ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি শিক্ষার্থী মাসিউর রহমান স্বাধীন ও আলিমুজ্জামান জানায়, স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষিকা কাকলী ম্যাডাম তাদের এ কাজে পাঠিয়েছেন। তাদের পাড়া-মহল্লার ছোট ছোট ছেলেমেয়েদের নাম, বাবার ঠিকানা লিখে নিয়ে যেতে বলেছেন। তারা জানায়, ওই শিক্ষিকা এক সপ্তাহ আগে তাদের এ কাজ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সে সময়ে তারা এ কাজ না করাতে গতকাল স্কুলে গেলে ম্যাডাম বকাঝকা করেন। এ কাজের জন্য ওই বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষক তাদের মতো আরও অনেক ছাত্রকে বিভিন্ন গ্রামে পাঠিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কাকলী মজুমদার বলেন, স্কুলে ওই শিক্ষার্থীদের সঙ্গে তাঁর রোববার দেখাই হয়নি। ওরা কিভাবে তাঁর নাম বলেছে সেটা তিনি বুঝে উঠতে পারছেন না।
বিষয়টি স্বীকার করে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, নতুন ছাত্র সংগ্রহে শিশু শিক্ষার্থীদের পাড়া-মহল্লায় পাঠানো ঠিক হয়নি। স্কুল বন্ধের সময়ে কোনো এলাকায় শিক্ষকরা গেলে সেই এলাকার শিক্ষার্থীদের ডেকে নিতে পারেন। কিন্তু শুধু ছাত্রদের পাঠানোর নির্দেশ শিক্ষকরা দিতে পারেন না। ঘটনা জেনে তিনি এ বিষয়ে পদক্ষেপ নেবেন।
কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শারমিন নাছিমা বানু বলেন, শিশু শিক্ষার্থীদের দিয়ে নতুন ছাত্র সংগ্রহের কাজ করানো যাবে না। তিনি এখন ছুটিতে আছেন। অফিসে এলে এ বিষয়ে বিস্তারিত জেনে তিনি ব্যবস্থা নেবেন।
- বিষয় :
- ছাত্র