ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কনটেইনার খুলতেই ল্যামার ব্রান্ডের ১০ কোটি টাকার সিগারেট

কনটেইনার খুলতেই ল্যামার ব্রান্ডের ১০ কোটি টাকার সিগারেট

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ২২:২৫

চট্টগ্রাম বন্দরে প্রায় ১০ কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টম হাউস। পাবনার ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানার নামে থাইল্যান্ড থেকে আসা চালানটিতে ৭৪০ কার্টনে ৭৪ হাজার শলাকার সংযুক্ত আরব আমিরাতে ল্যামের ব্র্যান্ডের সিগারেট পাওয়া গেছে। যার শুল্কায়নযোগ্য মূল্য দেড় কোটি। এর বিপরীতে রাজস্বের পরিমাণ ৯ কোটি বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। গতকাল রোববার রাতে চালান আটকের বিষয়টি কাস্টম হাউসের এক ডেপুটি কমিশনার নিশ্চিত করেছেন। 

কাস্টম হাউস সূত্র জানায়, কাস্টম হাউসের কমিশনারের কাছে আসা গোপন সংবাদের ভিত্তিতে রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা রপ্তানিকারকের ওয়েবসাইট, উৎস দেশ, আমদানিকারকের ব্যবসার ধরন ও ঠিকানা, পণ্যের বর্ণনা বিশ্লেষণ করে এ চালানে অসত্য ঘোষণার পণ্য থাকার বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হয়। পরে রোববার বিকেল ৩টার দিকে বন্দর কর্তৃপক্ষের সহায়তায় কনটেইনারটি ফোর্স কিপ ডাউন করে কায়িক পরীক্ষা শুরু করে এআইআর টিম। এ সময় বন্দর কর্তৃপক্ষ, বন্দর সিকিউরিটি, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্ট ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

কাস্টম হাউসের এক ডেপুটি কমিশনার জানান, কায়িক পরীক্ষায় ওই কনটেইনারে ৭৪০ কার্টনে সংযুক্ত আরব আমিরাতে তৈরি ল্যামের ব্র্যান্ডের ন্যানো সিলভার, গ্রে, ব্লু এবং হোয়াইট ফ্লেভারের ৭৪ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়। চালানের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কাস্টমস আইন ২০২৩ এবং প্রচলিত অন্যান্য আইন ও বিধি অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন কাস্টম হাউসের কমিশনার।

আরও পড়ুন

×