ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পীরগঞ্জ

ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

প্রতীকী ছবি।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪ | ১২:২৮

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় হারুন অর রশিদ ও আব্দুল খালেক নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পীরগঞ্জ-বীরগঞ্জ পাকা সড়কে মারকাজুল উলুম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারুন অর রশিদ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ও আহত আব্দুল খালেক একই জেলার কাহারোল উপজেলার ১৩ মাইল গড়েয়া গ্রামের এনামুল হকের পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হারুন ও খালেক ধান কেনা শেষে পীরগঞ্জ থেকে বীরগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলা গুয়াগাঁও মহল্লার মারকাজুল উলুম মাদ্রাসার সামনে মহেন্দ্র ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে হারুনুর অর রশিদ ঘটনার স্থলেই প্রাণ হারান। গুরুতর আহত হন আব্দুল খালেক। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সময় পথেই মারা যান তিনি।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×