ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

জেলের জালে কুমিরের বাচ্চা

জেলের জালে কুমিরের বাচ্চা

আলফাডাঙ্গায় মধুমতী নদী থেকে জেলের জালে ধরা পড়া কুমিরের বাচ্চা সমকাল

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪ | ২২:৪৪

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতী নদীতে এক জেলের জালে কুমিরের বাচ্চা ধরা পড়েছে। শনিবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগের দিগনগর ঘাটে মাঝিপাড়ায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পবনবেগ গ্রামের দিগনগর ঘাটে স্থানীয় জেলে সুধাংশু বিশ্বাস বড় মাছ ধরার জন্য শুক্রবার রাতে মধুমতী নদীতে বড় ফাঁসের সুতার জাল ফেলেন। শনিবার সকালে নদী থেকে জাল টেনে তোলার সময় দেখতে পান প্রায় তিন ফুট লম্বা একটি কুমিরের বাচ্চা ধরা পড়েছে। পানি থেকে তোলার আগেই কুমিরটি মারা যায়। এ খবর ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ সেখানে জড়ো হয়। পরে মৃত কুমিরটিকে নদীতে ফেলে দেওয়া হয়। 
স্থানীয় ইমরান খান গিয়াস জানান, জেলের জালে কুমিরের বাচ্চা ধরা পড়েছে খবর পেয়ে এসে দেখতে পেলেন তিন ফুট লম্বা একটি কুমিরের বাচ্চা ধরা পড়েছে। তাদের কাছে কুমিরের বাচ্চাই মনে হয়েছে। স্থানীয় মাঝিরাও জানিয়েছেন এটি কুমিরের বাচ্চা। 
কাতলাসুর গ্রামের বাসিন্দা রিপন খান জানান, এটি কুমিরের বাচ্চার মতো মনে হলেও আসলে ঘড়িয়াল। 
উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন প্রশিক্ষণে রাজশাহী থাকায় এ ব্যাপারে কিছু বলতে পারেননি। 
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভবেন বাইন জানান, ছবি দেখে মনে হয়েছে কুমিরের বাচ্চাই হবে। খাবারের সন্ধানে হয়তো নদীতে চলে এসেছে। 
ইউএনও (ভারপ্রাপ্ত) এ.কে.এম রাহানুর রহমান বলেন, মধুমতী নদী থেকে কুমিরের বাচ্চা ধরা পড়লে নদীপারের মানুষদের সতর্ক করতে হবে। প্রয়োজনে মাইকিং করতে হবে।

আরও পড়ুন

×