সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু

ছবি-সমকাল
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ১১:০৩ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ | ১১:০৫
ঘন কুয়াশার কারণে সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে, রাত ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয় । ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নৌ রুটে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। পরে রাত তিনটার দিকে পুরো নৌ রুট কুয়াশার চাদরে ঢাকা পড়লে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ। পরে সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে ফের ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ ছিল। তবে পারের অপেক্ষোয় আটকে পড়া যানবাহনগুলো দ্রুত পারাপার করা হচ্ছে। এই নৌ রুটে বর্তমানে ১২টি ফেরি চলাচল করছে।