ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

রামুতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল একজনের, লোকালয়ে আতঙ্ক

রামুতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল একজনের, লোকালয়ে আতঙ্ক

হাতির আক্রমণে নিহত আব্দুল হক।

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪ | ১৩:২৫

রামুতে কয়েকদিন ধরে বেড়েছে বন্য হাতির উৎপাত। খাদ্যের সন্ধানে লোকালয়ে ছুটে আসছে হাতির দল। এসব হাতির আক্রমণে আব্দুল হক (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি রামুর রাজারকুল ইউনিয়নের ঢালারমুখ গ্রামের মো. হোসেন প্রকাশ মাদুর ছেলে এবং ঢালারমুখ নয়াপাড়া সমাজ কমিটির সভাপতি।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেখানা-সোনাইছড়ি সড়কের চিকনছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ঘটনা নিশ্চিত করে বন বিভাগের রাজারকুল রেঞ্জ কর্মকর্তা অভিউজ্জামান বলেন, হাতির আক্রমণে নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিয়ম অনুযায়ী, নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার থেকে আবেদন করা হলে, বিধিগত নিয়মে অনুদান বিষয়ে ব্যবস্থা নেওয়া যেতে পারে। নিহত ব্যক্তি বনাঞ্চলে কী উদ্দেশে গিয়েছিলেন তা জানেন না বলে জানান তিনি।

আব্দুল হকের ছেলে রিফাত হোসেন জানান, তার বাবা ভোরে বাড়ি থেকে বের হয়ে সোনাইছড়িতে ধান আনতে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন। এতে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। কয়েকদিন ধরে ওই এলাকায় মানুষ বন্য হাতির আতঙ্কে আছে। লোকালয়ে নেমে আসা হাতি ঘর-বাড়ি ও জানমালের ক্ষতি করছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×