পটিয়ায় খেলা নিয়ে ঝগড়ায় প্রাণ গেল খেলোয়াড়ের মায়ের

শিউলী বেগম
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪ | ২২:০৬
চট্টগ্রামের পটিয়ায় ব্যাটমিন্টন খেলা নিয়ে ঝগড়ায় ছুরিকাঘাতে এক খেলোয়াড়ের মা নিহত হয়েছেন। শনিবার বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।
নিহত শিউলী বেগম (৪২) খোলোয়াড় শামীমের মা এবং জঙ্গলখাইন গ্রামের সিরাজ গাজী বাড়ির মুহাম্মদ মুছার স্ত্রী। অভিযুক্ত আলভি (১৮) একই এলাকার বাচা মিয়ার ছেলে। শনিবার নিহতের মরদেহ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডে রাখা ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি জমিতে কয়েকজন তরুণ ব্যাটমিন্টন খেলতে যায়। সেখানে খেলা নিয়ে দুই পক্ষে তর্ক হয়। এক পর্যায়ে আলভির ছোট ভাই খেলোয়াড় শামীমের মাথা ফাটিয়ে দেয়। বিষয়টি শামীমের মা আলভির মাকে জানায়। শামীমকে নিয়ে বাড়ির লোকজন হাসপাতালে যায়। আলভি ১০-১২ জন কিশোরকে নিয়ে শামীমের বাড়িতে গিয়ে হামলা চালায়। আগে থেকে শামীমের পরিবারের সঙ্গে রান্না ঘরের চিমনী নিয়ে বিরোধ ছিল। এ সুযোগে চিমনীও ভেঙে দেয়। পরে বিকেল ৫টায় চিকিৎসা শেষে শামীম ও তার মা ঘরে এলে আলভিসহ ১০-১২ জন শামীমের মায়ের সঙ্গে ঝগড়া করে। এক পর্যায়ে আলভি শামীমের মাকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহতাবস্থায় তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের স্বামী মুহাম্মদ মুছা জানান, মূলত রান্নার চুলার বিরোধ নিয়ে আগে থেকে আমাদের পরিবারের ওপর আলভির পরিবারের আক্রোশ ছিল। এর জেরে খেলাকে কেন্দ্র করে ঝগড়া হওয়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করে আলভি।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অজয় শীল বলেন, পেটে ছুরিকাঘাত অবস্থায় ওই নারীকে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর বলেন, অভিযুক্ত আলভি পলাতক রয়েছে। তাকে আটকের জন্য পুলিশি অভিযান চলছে।