ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গভীর নলকূপের ঘরে তালা দিলেন কথিত বিএনপি নেতা, বিপাকে কৃষক

গভীর নলকূপের ঘরে তালা দিলেন কথিত বিএনপি নেতা, বিপাকে কৃষক

বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপে তালা ঝুলিয়ে দিয়েছেন রফিকুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি। ছবি: সমকাল

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪ | ১১:৩৬

রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছী নাওদাড়া মাঠের একটি গভীর নলকূপে তালা ঝুলিয়ে দিয়েছেন রফিকুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি। এতে ওই মাঠের প্রায় ৩৫০ বিঘা জমিতে সেচ সংকট দেখা দিয়েছে। গত তিনদিন ধরে ঘুরেও পানি না পেয়ে হা-হুতাশ করছেন কৃষকরা। অভিযুক্ত রফিকুল নিজেকে বিএনপি নেতা দাবি করে গভীর নলকূপে তালা ঝুলিয়েছেন বলে কৃষকরা জানান।

কৃষকরা বলছেন, রফিকুল ইসলাম গত বুধবার (১১ ডিসেম্বর) স্থানীয় কোনও কৃষককে না জানিয়ে নতুন একটা তালা কিনে গভীর নলকূপের দরজায় লাগিয়েছেন। তালা দেওয়ার পর থেকে অনেক কৃষক তাকে খুলে দেওয়ার জন্য অনুরোধ করলেও তিনি শুনছেন না। এ অবস্থায় বোরো ধানের বীজ বপন, গম ও পেঁয়াজে সময়মতো সেচ না দেওয়া হলে ক্ষতির মুখে পড়বেন কৃষকরা।

গভীর নলকূপের অপারেটর আতাউল ইসলাম উজ্জ্বল বলেন, ১১ বছর আগে আমাদের জমিতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ একটি গভীর নলকূপ স্থাপন করে। সে সময় থেকে প্রথমে আমার বাবা ও পরে আমি অপারেটরের দায়িত্ব পালন করছি। গত বুধবার কৃষকরা পানির জন্য ফোন দিলে নলকূপ চালু করতে গিয়ে দেখি নতুন তালা লাগানো। পরে স্থানীয়রা জানায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি জবরদখল করে তালা লাগিয়েছেন। কৃষকরা বারবার বললেও নলকূপ চালু করতে পারছেন না। বিষয়টি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্থানীয় কৃষক আমিনুল ইসলাম বলেন, বোরো ধানের চারা তৈরির জন্য বীজ বপন করবো, কিন্তু পানির জন্য তিনদিন ধরে ঘুরেও পানি পাইনি। রফিকুল নিজেকে বিএনপি নেতা দাবি করে গভীর নলকূপে তালা ঝুলিয়েছেন। অথচ কয়েক মাস আগেও জানতাম না সে কখনও রাজনীতি করেন। তিনি কোনও পদ-পদবিতেও নেই। দ্রুত নলকূপ চালু করা না গেলে কৃষকরা অনেক ক্ষতির সম্মুখীন হবেন।

আরেক কৃষক কাজেম আলী বলেন, রফিকুল নলকূপের ঘরে তালা ঝুলিয়েছেন অথচ মাঠে তার এক ছটাক জমিও নেই। ধানের চারা ফুটেছে কিন্তু পানির অভাবে জমিতে ফেলতে পারছি না। গভীর নলকূপের যারা সদস্য আছেন তারাও তালা লাগানোর বিষয়ে কিছু জানেন না। একজন ব্যক্তির কাছে আমরা কৃষকরা অসহায় হয়ে পড়েছি।

এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম বলেন, নলকূপ অপারেটর সঠিকভাবে পানি বণ্টন করেন না সেজন্য তালা লাগিয়েছি। মাঠে তার কোনও জমি আছে কি না জানতে চাইলে বলেন, আমার কোনও জমি নেই, কিন্তু কৃষকরা ভোগান্তিতে পড়ছেন সেজন্য তালা দিয়েছি।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চারঘাট উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. হানিফ শিকদার বলেন, রফিকুল ইসলামের গভীর নলকূপের ঘরে তালা লাগানোর কোনও এখতিয়ার নেই। কোনও সমস্যা থাকলে তিনি আমাদের অভিযোগ দিতে পারেন। এভাবে কৃষকের সমস্যা করে তালা লাগানোটা অন্যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×