ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নিম্ন আয়ের মানুষের ১৫০ টাকায় মাংস কেনার সুযোগ

নিম্ন আয়ের মানুষের ১৫০ টাকায় মাংস কেনার সুযোগ

ছবি: সমকাল

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪ | ১৯:৪৬

নওগাঁর ধামইরহাটে নিম্ন আয়ের মানুষের জন্য কম দামে গরুর মাংস কেনার সুযোগ তৈরি করেছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশনায় ৬০০ টাকা কেজি দরে ন্যায্যমূল্যে মাংসের দোকান উদ্বোধন করা হয়েছে। সেখান থেকে সর্বনিম্ন ১৫০ টাকা দরে মাংস কিনতে পারছেন ভোক্তারা।

রোববার উপজেলার হাটখোলায় সাপ্তাহিক হাটে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করেন ইউএনও মো. মোস্তাফিজুর রহমান। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এ উদ্যোগ বাস্তবায়ন করছে। এখান থেকে বাজারের তুলনায় কেজিতে ৯০ থেকে ১০০ টাকা কমে মাংস কিনতে পারছেন নিম্ন আয়ের মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াজেদ আলী, উপসহকারী প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আল মামুনুর রশীদ, লাইফস্টক ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মিনহাজুল ইসলাম প্রমুখ।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ ডিসেম্বর থেকে ন্যায্যমূল্যের দোকানে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মাংসের দোকান উদ্বোধন করা হলো। প্রতি সপ্তাহে হাটের দিনে এক কেজি গরুর মাংস ৬০০ টাকায় কেনা যাবে। পাশাপাশি ৫০০ গ্রাম ৩০০ এবং ২৫০ গ্রাম ১৫০ টাকায় কিনতে পারবেন নিম্ন আয়ের মানুষ।

আরও পড়ুন

×