বিজয় দিবসে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়, মিষ্টি বিতরণ

পাঁচবিবির হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার ও শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও বিএসএফ।
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪ | ১৬:৫৭ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ | ১৬:৫৭
মহান বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উপলক্ষে দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ সদস্যদের মিষ্টি উপহার দিয়েছে বিজিবি।
জয়পুরহাট
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা নামক সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
সোমবার দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের সাব ২ নং পিলারের শূন্যরেখায় বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম মারাক বিএসএফের গয়েশপুর ক্যাম্প কমান্ডার এসআইকেএম জুসিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিজিবি-বিএসএফ উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
হাটখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার অসীম মারাক সমকালকে বলেন, সীমান্তে দুই বাহিনীর মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে আমরা পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। এতে করে সীমান্তে দায়িত্ব পালনে উভয় বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। এসময় গয়েশপুর ক্যাম্প কমান্ডার এসআই কেএম জুসি ভারতীয় বিএসএফের পক্ষ থেকে সকল বাংলাদেশিদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
দিনাজপুর
মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল ১১টায় হিলি সীমান্তে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেট শুন্য রেখা এলাকায় এ শুভেচ্ছা জানানো হয়।
বিজিবি হিলি আইসপি কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন ভারত হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার শ্রী এসআই চৌদীর হাতে ৪ প্যাকেট মিষ্টি তুলে দেন। এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার বাতেনসহ সীমান্তে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদত হোসেন জানান, ভার্তৃত্ববোধ বজায় রেখে যাতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সীমান্তে দায়িত্ব পালন করতে পারি সেই লক্ষে বিভিন্ন দিবস ও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে একে অপরকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো রেওয়াজ দীর্ঘদিনের।
ব্রাহ্মণবাড়িয়া
মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় বাহিনীকে মিষ্টি ও শাড়ী উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীকে সন্দেশ ও ক্রেস্ট উপহার দেয় ভারতীয় সেনাবাহিনী।
সোমবার বেলা সাড়ে ১১টায় আখাউড়া চেকপোস্ট সীমান্তের শূন্য রেখায় এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা উপহার বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় দুই বাহিনী একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশের কর্মকর্তাদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং দুই দেশের মধ্যে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ব বোধ বজায় রাখতে আলোচনা হয়। সময় একটি ব্যানারে বাংলাদেশ ভারতের ৫৩ বছরের বন্ধুত্বের কথা লেখা একটি ব্যানার থাকতে দেখা যায়। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাঁজালা পারভিন রুহি শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেন।
জিওসি ৩৩ পদাতিক ডিভিশন এর মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক বাংলাদেশের পক্ষে এ সাক্ষাতে নেতৃত্ব দেন। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১০১ কমিউনিকেশন জোন এর কমান্ডার মেজর জেনারেল সুমিত রানা। এ সময় উভয় জেনারেলের স্টাফ অফিসার ছাড়াও বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ প্রতিবেদন তৈরিতে তথ্য সরবরাহ করেছেন জয়পুরহাট প্রতিনিধি, হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা ও আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।