ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গেট বন্ধ, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে পারেননি স্থানীয়রা

গেট বন্ধ, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে পারেননি স্থানীয়রা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি (ফাইল ছবি)

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪ | ২৩:৪৩

বিজয় দিবসে উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে পারেননি স্থানীয়রা। গেট বন্ধ থাকায় সমাধিসৌধে ঢুকতে পারেননি কেউ। 

এমন একটি ভিডিও ছাত্রলীগ টুঙ্গিপাড়া উপজেলা শাখার নেতা মো. সুজন মোল্লার ফেসবুকে সোমবার দুপুর ১২টার দিকে প্রকাশ করা হয়। মুহূর্তের মধ্যে এটি ছড়িয়ে পড়ে।

এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তারা।
সোমবার সকাল ৯টায় টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এর আগে গ্রেপ্তার আতঙ্কে সকাল থেকে হাতেগোনা কয়েকজন নেতাকর্মী কয়েক ভাগে কলেজ প্রাঙ্গণে প্রবেশ করেন। পরে একত্র হয়ে উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতারা বিভিন্ন স্লোগানে একটি ঝটিকা মিছিল বের করেন। এ ছাড়া কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে দ্রুত কলেজ থেকে বের হয়ে যান।

মিছিলে নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমান। আরও উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ইব্রাহিম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহান, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান, সদস্য তাসিন আহম্মেদ, ইভান মাসুম, সোহেল ইসলাম, সুজন ইসলাম, বর্নি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুমান মোল্লা প্রমুখ।
 

আরও পড়ুন

×